সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে আটক ৬
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৭
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে আটক ৬
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুন্দরবনের মরা পশুর খালে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে ৬ দুর্বৃত্তকে কারাগারে পাঠানো হয়েছে।


১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে খুলনা জেলা কারাগারে পাঠায় পুলিশ।


এর আগে সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে বনের মরা পশুর খাল থেকে বন প্রহরীরা তাদের আটক করেন।


সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) সহকারী বন সংরক্ষক রানা দেব জানান, প্রতিনিয়ত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করে আসছেন জেলে নামধারী দুর্বৃত্তরা। তাদেরকে যেন কোনোভাবেই থামানো যাচ্ছে না। এভাবেই সোমবার দিবাগত রাতে বিষ দিয়ে মরা পশুর খালে মাছ শিকার করছিলো একদল দুর্বৃত্ত। খবর পেয়ে টহলরত বন প্রহরীরা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৬ দুর্বৃত্তকে আটক করেন।


আটককৃতরা হলেন ফরিদ হাওলাদার (৪৫) সজিব বয়াতি (২০), চঞ্চল হাওলাদার (২৫), মো. লিটন হাওলাদার (২৬), মো. বশিরুল খাঁন (২৮) ও আউয়াল খাঁন (২৭)। তাদের সকলের বাড়ি চিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে জানা গেছে। এ সময় তাদের কাছ থেকে দুই বোতল বিষ (কীটনাশক), ৪০কেজি বিষযুক্ত বিভিন্ন প্রজাতির মাছ, ২টি নৌকা ও ২ সেট অবৈধ টোন জাল জব্দ করেন বন প্রহরীরা।


আটক এ দুর্বৃত্তদের নামে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই স্টেশনের আওতাধীন মরা পশুর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বাদী হয়ে মঙ্গলবার দুপুরে খুলনার দাকোপ থানায় বন অপরাধ আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ মামলার আসামীদেরকে খুলনা জেলা কারাগারে পাঠিয়েছেন।


বিবার্তা/জাহিদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com