
কক্সবাজার সদর উপজেলা চৌফলদন্ডী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন টমটম চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ওই ইউনিয়নের খোনকার খীল চারা বটতলা নামক স্থানে আব্দুল হামিদের গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত টমটম চালক কমর উদ্দিন (২০) একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড উত্তর পাড়ার ফোরকান আহমদের ২য় ছেলে। নিহতের মরদেহ আব্দুল হামিদের গ্যারাজ হতে সহকর্মী চালকরা তাকে উদ্ধার করে ঈদগাঁও বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তারা লাশ নিহতের নিজ বাড়িতে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার এস আই শেখ ফরিদসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং ময়না তদন্তের জন্য নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠান।
নিহতের চাচা মো. এরশাদ জানান, সংঘটিত ঘটনায় তারা কোনো আইনি আশ্রয় নেবেন না। এটি নিছক দুর্ঘটনা বলে মন্তব্য করেন। তবে তিনি ঘটনার পরপর নিহতের অপর তিন ভাইকে সাথে নিয়ে এটি একটি হত্যাকাণ্ড বলে সংবাদ মাধ্যমের কাছে দাবি করছিলেন। ওই সময় তিনি সংশ্লিষ্টদের আইনের আওতায় আনারও দাবি জানিয়েছিলেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পিতা ফোরকান আহমদ তার ছেলের লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি চেয়ে মডেল থানা কর্তৃপক্ষ বরাবর আবেদন করছে বলে জানা যায়।
বিবার্তা/পুণ্য বর্ধন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]