
কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন এলাকায় কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে নিয়মিত তল্লাশি চেকপোস্ট পরিচালনা করে ১৫০ কার্টুন (ORIS) ব্র্যান্ডের বিদেশি সিগারেট সহ একজন পাচারকারীকে আটক করা হয়।
টেকনাফ হোয়াইক্যং হাইওয়ে থানার এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হোয়াইক্যং ইউপি কেরুনতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উপর কক্সবাজার মুখী একটি সিএনজি রেজিস্ট্রেশন নং (কক্সবাজার -থ-১১-৯৮২০) তামিয়ে তল্লাশি করে। পেছন সিটের উপর বস্তায় রাখা (ORIS) ব্র্যান্ডের বিদেশি ১৫০ কার্টুন সিগারেট বহনকারী সিএনজিটি জব্দ করে এবং সিএনজি চালককে আটক করা হয়।
আটককৃত সিএনজি চালক হোয়াইক্যং ইউপির চাকমারকুল এলাকার আলী হোসেনের পুত্র মো. ইলিয়াছ উদ্দিন (২০) বলে জানা যায়।
হোয়াইক্যং হাইওয়ে থানার (পরিদর্শক) কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, হোয়াইক্যং হাইওয়ে পুলিশ আঞ্চলিক মহাসড়ককে মাদক মুক্ত করতে সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পালন করে চলেছি এবং সফল হচ্ছি।
এ বিষয়ে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম শেষ করে আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওই কর্মকর্তা।
বিবার্তা/পুণ্য বর্ধন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]