ঢামেকে বোরখা পরে চুরি করতে গিয়ে আটক কিশোর
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২২:০৭
ঢামেকে বোরখা পরে চুরি করতে গিয়ে আটক কিশোর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডে অভিনব কায়দায় বোরকা পরে মেয়ে সেজে চুরি করার সময় সাব্বির (১৭) নামে এক কিশোরকে আটক করেছেন আনসার সদস্যরা।


রবিবার (১৭ সেপ্টেম্বর) রাতে চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে ওই কিশোর। এরপর আনসার সদস্যরা তাকে তাদের হেফাজতে নিয়ে নেয়।


ঢাকা মেডিকেলের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) উজ্জ্বল বেপারী গণমাধ্যমকে জানান, রবিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৮০১ নম্বর ওয়ার্ডের সামনে থেকে কৌশলে এক নারীর ভ্যানিটি ব্যাগ হাতিয়ে নেয় বোরখা পরা ওই কিশোর। এক পর্যায়ে ওই নারীর সন্দেহ হলে বোরকা পরা ওই কিশোরকে ধরে ফেলেন। তখন সেখানকার আনসার সদস্যরা তাকে হেফাজতে নেয়। বোরখা খুলে দেখা যায়, সে ছেলে। এরপর থেকে ওই কিশোর আমাদের হেফাজতেই ছিল।


আটক সাব্বির জানায়, আমি ৮০১ থেকে ওই রোগীর স্বজনের টাকা ও হাত বেগ নিয়েছিলাম। পরে আনসার সদস্যরা আমাকে ধরে ফেলে। এর আগেও ঢাকা মেডিকেলে আমি অনেকবার চুরি করেছি। নারায়ণগঞ্জ থেকে অজ্ঞান করার স্প্রে কিনে এনে নারীদের মুখে দিয়ে তাদের টাকা গহনা মোবাইল নিয়ে যাই। আমার বাড়ি নারায়ণগঞ্জ। আমাকে আনসার সদস্যরা ধরার সময় আমার সাথে আরো একজন নারী ছিল সে পালিয়ে যায়।


এদিকে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে নতুন ভবনের ৮০১ নম্বর ওয়ার্ডের সামনে থেকে আনসার সদস্যরা ওই কিশোরকে আটক করে। এ সময় সে কালো বোরখা পরা ছিলো। আটকের পর তাকে আনসার সদস্যদের হেফাজতে নেয়া হয়।


তিনি বলেন, আটকের ২০ ঘণ্টা পর সোমবার সন্ধ্যায় ওই কিশোরকে তারা আমাদের কাছে নিয়ে আসে।


জানা যায়, আটক ওই কিশোরের বাড়ি নারায়ণগঞ্জের নিমতলা এলাকায়। ৫০০ টাকা দিয়ে বোরখা কিনে সেইটা পরে সে হাসপাতালে ঘুরে ঘুরে চুরির চেষ্টা করে। রবিবার রাতে চুরি করার সময় আনসার সদস্যরা তাকে ধরে তাদের হেফাজতে রাখে।


এদিকে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, বোরকা পরে চুরি করার সময় এক কিশোরকে আনসার সদস্যরা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বিস্তারিত পুলিশ তদন্ত করছে।


বিবার্তা/বুলবুল/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com