অভিজিতের পর মারা গেলেন দগ্ধ টুম্পাও
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৬
অভিজিতের পর মারা গেলেন দগ্ধ টুম্পাও
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ র‌্যাব সদস্য অভিজিতের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন দগ্ধ টুম্পা। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি। এর আগে বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে অভিজিত চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। পরে স্থানীয় ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদেরকে সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে এলে চিকিৎসক তাদেরকে ভর্তি দেন।


শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার নারায়ণগঞ্জ থেকে একজন পুরুষ ও একজন নারী দগ্ধ অবস্থায় আমার এখানে এসেছে। অভিজিত নামে একজন ঐ দিন বিকেলে মারা যান। তার শরীরে ৯০ শতাংশ দগ্ধ ছিল। টুম্পা রানী নামে এক নারী আজ সকালের দিকে মারা যান। তার শরীরে ৭০ শতাংশ দগ্ধ ছিল।


নিহত টুম্পার আত্মীয় বল্লভ দাস জানান, নিতাইগঞ্জের লাল বিল্ডিং এর বাড়ির ৩য় তলায় রাতে ফ্ল্যাটের একরুমে টুম্পার দুই ছেলেসহ অভিজিত ঘুমিয়ে ছিলেন। ভোরে হঠাৎ চিৎকার শুনে ঘুম ভেঙে গেলে তারা দেখেন, টুম্পা রানীর রুমে আগুন জ্বলছে। টুম্পা ও অভিজিতের শরীরেও আগুন। তখন তারা বাথরুম থেকে পানি এনে তাদের দুজনের শরীরে ঢালেন। এরপর ঘরের আসবাবপত্রে আগুন লেগে যায় । তাৎক্ষণিক দগ্ধদেরকে নারায়ণগঞ্জের (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়।


তিনি আরো বলেন, র‌্যাব সদস্য অভিজিতের পরিবার ও টুম্পার পরিবার আগে পাশপাশি ফ্ল্যাটে ভাড়া থাকত। সেই সুবাদে তাদের সাথে একটি পারিবারিক সম্পর্ক গোড়ে উঠে। বুধবার দিনগত মধ্য রাতে অভিজিৎ এই বাসায় এসেছিলেন। হঠাৎ ভোরের দিকে কিভাবে আগুন লাগে সেটা আমরা বলতে পারছি না।


অভিজিৎ র‌্যাব-১১ এর সদস্য। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলার জয় কৃষ্ণপুর গ্রামে।


বিবার্তা/বুলবুল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com