
নড়াইলের লোহাগড়ায় গলায় ফাঁস নিয়ে জয় (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে লোহাগড়া পৌরসভার কলেজপাড়া গ্রামে ভাড়ার বাড়িতে এ ঘটনা ঘটে। সে পাবনা জেলার সদর উপজেলার চর-শানিকদিয়া গ্রামের জিয়া মন্ডলের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, রবিবার সকালে নিহত জয় তার মার কাছে একশত টাকা চেয়েছিল। মা তাকে টাকা না দেওয়ায় সে মার উপর অভিমান করে ঘরের দরজা বন্ধ করে ঢাফার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নেয়। পরে ঘরের দরজা বন্ধ দেখে তার মা দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এসে উদ্ধার করে তাকে লোহাগড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে মরদেহ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]