পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত থেকে স্বর্ণের বারসহ চোরা কারবারিকে আটক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৬
পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত থেকে স্বর্ণের বারসহ চোরা কারবারিকে আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত থেকে ১৯টি স্বর্ণের বারসহ জুয়েল (৩২) নামে এক স্বর্ণ চোরা কারবারিকে আটক করেছে ৫৬ বিজিবি ব্যাটলিয়ানের ঘাগড়া বিওপির সদস্যরা।


১৭ সেপ্টেম্বর, রবিবার সকালে তাকে আটক করা হয়। আটক জুয়েল ওই ইউনিয়নের মাধুপাড়া গ্রামের আফছার আলীর ছেলে।


বিজিবি সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে ভারতে পাচার হচ্ছে একটি স্বর্ণের চালান নিজস্ব সোর্সের এমন গোপন সংবাদের ভিত্তি সীমান্তের ৭৫৫/৪ সাফ পিলার হতে আনুমানিক ১.৫ কি. মি. বাংলাদেশে অভ্যন্তরে প্রধানপাড়া থেকে ওই স্বর্ণ চোরাকারবারিকে আটক করা হয়।


এসময় তার কাছ থেকে ১৯টি স্বর্ণের বার (১৯.৩০৩ কেজি), একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও বাংলাদেশি নগদ ২৪ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ কোটি ১২ লক্ষ ৬১ হাজার ৯৫৮ টাকা।


আটককৃত জুয়েলকে পঞ্চগড় সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পঞ্চগড় সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।


নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. আসাদুজ্জামন হাকিম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তে বিজিবি এর এমন স্বর্ণ উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।


বিবার্তা/গোফরান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com