
ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষ্যে ৩ দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর, রবিবার গৌরীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার ১৭ সেপ্টেম্বর, উপজেলা চত্বরে ফিতা কেটে উদ্ধোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নাজিম উদ্দিন আহমেদ। ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনের পর একটি বনাঢ্য র্র্যালী বের করা হয়। র্র্যালী শেষে অংশগ্রহনকৃত বিভিন্ন দপ্তরের ৩৫ টি উন্নয়ন মেলার স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবে সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষিক, সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলা পাবলিক হলে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি সমাপ্ত হবে।
বিবার্তা/হুমায়ুন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]