
রাজশাহীর চারঘাট উপজেলায় ২১২ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতর নাম মো. আরিফুল ইসলাম জনি (৩২)। বেলপুকুর থানাধীন দক্ষিণ কাজিরপাড়া এলাকার মো. শমসের আলীর ছেলে।
১৬ সেপ্টেম্বর, শনিবার সকালে র্যাব-৫ এর পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ১৫ সেপ্টেম্বর শুক্রবার দিনগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট পাশুন্ডিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় গ্রেফতারকৃত আসামির দেয়া তথ্যে আমের বাগানে একটি পুরাতন কর্কসীটের (মাছ বহনের কাজে ব্যবহৃত) ভিতর ২১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।
বিবার্তা/রানা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]