ধর্মপাশায় দুই মাদক কারবারি গ্রেফতার
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫২
ধর্মপাশায় দুই মাদক কারবারি গ্রেফতার
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জের ধর্মপাশায় পুলিশের পৃথক দুটি অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ওই দুই মাদক কারবারিকে আদালতে প্রেরণ করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, ধর্মপাশা থানা পুলিশের রাত্রিকালীন বিশেষ অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ বাবুল মিয়া (৫০) কে গ্রেফতার করা হয়। বাবুল মিয়া উপজেলার হলিদাকান্দা গ্রামের মৃত মকবুল হোসেন ওরফে মগল হোসেনের পুত্র।


অপরদিকে অন্য এক অভিযানে ২৬ বোতল ভারতীয় হুইস্কি মদসহ মোঃ শাহ আলম (৩০) কে গ্রেফতার করা হয়। মোঃ শাহ আলম একই উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আলেক মিয়ার পুত্র।


ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গ্রেফতার হওয়া দুজনের বিরুদ্ধে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/শহীদুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com