সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদে বহিরাগতদের জন্মনিবন্ধন করার অভিযোগ
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৩
সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদে বহিরাগতদের জন্মনিবন্ধন করার অভিযোগ
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা রিতু মিয়ার বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে বহিরাগত একাধিক ব্যক্তির জন্মনিবন্ধন করার অভিযোগ পাওয়া গেছে। ১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেলে সংশ্লিষ্ট ইউপি সচিব রুহুল আমিন এ ব্যাপারে মেইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ জুলাই দাপ্তরিকভাবে পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল এবং ইউপি সচিব রুহুল আমিন জন্মনিবন্ধনের ইউজার আইডি ও পাসওর্য়াড উদ্যোক্তাকে সরবরাহ করেন। তখন থেকে জন্মনিবন্ধনের কাজ রিতু মিয়া করে আসছিল।


কিন্তু বৃহস্পতিবার দুুপুর আড়াইটার দিকে ইউপি সচিব জন্মনিবন্ধনের মাসিক লক্ষমাত্রা চেক করতে গিয়ে বহিরাগত লোকজনকে জন্মনিবন্ধন দেওয়া হয়েছে দেখতে পান। পরে তিনি তিনটার দিকে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মেইলে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে এসিল্যান্ডকে আহবায়ক করে বিষয়টি তদন্তের জন্য চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন।


উদ্যোক্তা রিতু মিয়া অবৈধভাবে বহিরাগতদের জন্মনিবন্ধনের বিষয়টি স্বীকার করে বলেন, আমার ভুল হয়েছে। এমনটি করা উচিত হয়নি। তবে কয়টি অবৈধ জন্মনিবন্ধন করেছেন তা তিনি বলেননি।


ইউপি সচিব রুহুল আমিন বলেন, ‘পারিষদিক কাজের ব্যস্ততা ও মাঝেমধ্যে সার্ভার ডাউন থাকায় রাতের বেলায় জন্মনিবন্ধনের কাজ করতে হয়। তাই উদ্যোক্তাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হয়েছিল। সেই সুযোগে সে অনৈতিকভাবে ৫০টির মতো বহিরাগত লোকের জন্মনিবন্ধন করেছে। পুরো যাচাই করলে এর সংখ্যা আরো বাড়তে পারে।’


এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন, ‘ইউপি চেয়ারম্যান ও সচিবের ইউজার আইডি এবং পাসওয়ার্ড উদ্যোক্তা ব্যবহার করার সুযোগ নেই। তদন্ত কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। যে যতটুকু দোষী প্রমাণিত হবে তাকে ততটুকু শাস্তির আওতায় আনা হবে।’


বিবার্তা/শহীদুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com