ডেঙ্গুতে বরিশালে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৪
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৮
ডেঙ্গুতে বরিশালে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৪
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭১ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৪ জন।


১৫ সেপ্টেম্বর, শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


ডেঙ্গুতে মারা যাওয়া দুজন হলেন বরিশালের গৌরনদী উপজেলার বাহাদুরপুর এলাকার হাফিজুল (২০) ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার পবন মল্লিক (৫৫)।


বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, ওই দুজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।


স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৫৪ জন। এরমধ্যে সবচেয়ে বেশি পিরোজপুরে ৭৬ জন, বরিশালে ৬৭ জন, পটুয়াখালীতে ৬৩ জন, ভোলায় ৩৬ জন, বরগুনায় ছয়জন ও ঝালকাঠিতে ছয়জন রয়েছেন।


ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, বরিশাল বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭১ জন। এরমধ্যে বরিশালে ৪৮ জন, ভোলায় সাতজন, বরগুনায় পাঁচজন, পিরোজপুরে ছয়জন ও পটুয়াখালীত পাঁচজন রয়েছেন।


চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৮ হাজার ৭৯৩ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৩৮ জন। এখনো বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক হাজার ১৮৪ জন।


বিবার্তা/রিয়াদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com