
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের অভিযানে ৯৯ বস্তা ভারতীয় চিনিসহ মো. সুজন মিয়া (৩৮) ও আলী আহমদ (৫৩) নামে দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
১১ সেপ্টেম্বর, সোমবার ভোর সাড়ে ছয়টায় উপজেলার বংশিকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া ফুলেন্নেছা মার্কেটের পিছনে লুঙ্গার হাওরের কিনারা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. সুজন মিয়া উপজেলার দাতিয়াপাড়া গ্রামের মৃত চাঁন মিয়া ও আলী আহমদ একই গ্রামের মৃত আ. গনির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, থানা এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনাকালে দাতিয়াপাড়া ফুলেন্নেছা মার্কেটের পিছনে লুঙ্গার হাওরের কিনারে একটি স্টীলবডি ইঞ্জিন চালিত নৌকা জব্দ ও তাদের দুজনকে গ্রেফতার করা হয়।
জব্দকৃত নৌকা তল্লাশি করে ৯৯ বস্তায় মোট ৪৯৫০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভারতীয় চিনির বাজারমূল্য আনুমানিক ৪ লক্ষ ৪৫ হাজার ৫ শত টাকা ও জব্দকৃত ইঞ্জিন চালিত পুরাতন স্টীলবডি নৌকার বাজার মূল্য ৩ লক্ষ টাকা।
মধ্যনগর থানার ওসি মো. এমরান হোসেন জানান, গ্রেফতারকৃত চোরাকারবারিরা জব্দকৃত ভারতীয় চিনির আমদানী সংক্রান্ত বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখায় তাদের বিরুদ্ধে মধ্যনগর থানায় চোরাচালান মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/শহীদুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]