সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট/২৩ এর ফাইনাল খেলা জনতা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
৯ সেপ্টেম্বর, শনিবার আড়াইটায় ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস।
এছাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, সঞ্জয় রায় চৌধুরী, মোকাররম হোসেন তালুকদার, গ্রামের ফরিদ খোকা, সাবেক চেয়ারম্যান ফেরদৌসুর রহমান সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আহসান উল্লাহ মুকুল সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
অন্যদিকে, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ।
বিবার্তা/শহীদুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]