শিরোনাম
নরসিংদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৫
নরসিংদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার সকালে শহরের ভেলানগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটকরা হলেন গাজীপুর জেলার টঙ্গী থানার এরশাদনগর গ্রামের হোসেন মিয়ার ছেলে মোঃ রাজু মিয়া (২৫), একই জেলার কাপাশিয়া থানার মিয়ারটেক গ্রামের মৃত নজরুল ইসলামের মেয়ে ইতি বেগম (২০)।


৯ আগস্ট, শনিবার দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার এস.এ.এম. ফজল-ই-খুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম সদর থানার ভেলানগর ঢাকা বাসস্ট্যান্ডের সবমেহের টাওয়ারের সামনের রাস্তা থেকে দুইজনকে আটক করে।


ত্তিনি আরও বলেন, এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে গাঁজা ক্রয়-বিক্রি করে আসছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা করা হবে।


বিবার্তা/কামাল/এমজে


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com