আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৮
আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাত্র কয়েকদিনের ব্যবধানে ৪ দশদিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেটসহ আশপাশের এলাকা। ৯ সেপ্টেম্বর, শনিবার বিকেল ৪টা ১৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতে আসামের সোনাই থেকে ১৩ কিলোমিটার দূরে। বাংলাদেশ ও ভারত ছাড়াও মিয়ানমারে এ কম্পন অনুভূত হয়েছে।


এরআগে গত ১৪ এবং ২৯ আগস্ট সিলেটসহ সারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয় নি।


এছাড়া গত ১৬ জুন সকাল ১০টা ৪৬ মিনিটেও সিলেট ভূমিকম্প অনুভূত হয়।


সিলেট ছাড়াও মৌলভীবাজার ও সুনামগঞ্জ থেকে ভূ-কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া যায়। ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয় যার ভৌগলিক অবস্থান ছিল ২৪ দশমিক ৭৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।


৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প প্রায় ১৫ সেকেন্ড স্থায়ী হয়। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জে। যা সিলেট শহর থেকে মাত্র ২৩ কিলোমিটার দূরে।


বিবার্তা/ফয়সাল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com