পলাশবাড়ীতে পোকা দমনে পার্চিং উৎসব পালিত
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৩
পলাশবাড়ীতে পোকা দমনে পার্চিং উৎসব পালিত
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পরিবেশের ভারসাম্য রক্ষা-কীটনাশকের ব্যবহার কমানো এবং ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণে গাইবান্ধার পলাশবাড়ীতে পার্চিং উৎসব পালিত হয়েছে।


বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পৌরশহরের জামালপুর গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে এ পার্চিং উৎসব পালন করা হয়।


এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. ফাতেমা কাওসার মিশু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকা জাহান তৈষী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হুদা, কৃষক নজরুল ইসলাম আইয়ুব আলী, বকু মিয়া, ওয়াহেদ মিয়া, ছাদেক আলী, শামিম মিয়া ও রুবেল মিয়া প্রমুখ।


উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু জানান, পার্চিং পদ্ধতি হচ্ছে জমিতে নিরাপদ অভয়াবস্থান সৃষ্টি করা। পার্চিং অর্থাৎ বাঁশের কি বা গাছের ডাল জমিতে পুতে রাখা। যেখানে পাখিরা বসে বিশ্রাম নিতে পারবে এবং ফসলের ক্ষতিকর পোকাগুলো খাবে এবং মলত্যাগ করে জমিতে সার বৃদ্ধি করবে। জমিতে চারা রোপণের এক সপ্তাহের মধ্যে এক বিঘা জমিতে ৭ থেকে ১০টি কি বা ডাল মাটিতে পোতা যাবে।


কৃষকদের পার্চিং পদ্ধতিতে উৎসাহিত করার লক্ষ্যে এই পার্চিং উৎসবের আয়োজন করা হয়।


বিবার্তা/আঃ খালেক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com