দেশে ফিরেই হত্যাকাণ্ডের শিকার ব্যবসায়ী
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০২
দেশে ফিরেই হত্যাকাণ্ডের শিকার ব্যবসায়ী
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের শৈলকুপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বিল্লাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।


৪ সেপ্টেম্বর, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে তিনি মারা যান।


নিহত বিল্লাল হোসেন উপজেলার ভাটই আদর্শপাড়ার মৃত নুর ইসলামের ছেলে। তিনি ভারতের ব্যাঙ্গালুরে মুদি ব্যবসা করতেন বলে জানান স্বজনরা।


এর আগে ওই দিনই (৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে তিনি ভারতের ব্যাঙ্গলুরু থেকে দেশে ফেরেন। এরপর বিকেলে শৈলকূপা উপজেলার দুধসর ইউনিয়নের ভাটই গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।


বিল্লাল হোসেনের ছেলে জিহাদ জানান, শনিবার দুপুরে ঝিনাইদহ শহরে তাদের প্রতিবেশী শাকিল হোসেনকে তুচ্ছ ঘটনায় মারধর করেন তার ফুফাতো ভাই সাগরের বন্ধুরা। এ নিয়ে ওইদিন বিকেলে শাকিল গ্রামে ফিরে পরিবারকে জানালে জিহাদের পরিবারের সঙ্গে বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এরই জের ধরে রবিবার বিকেলে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে আহত হন জিহাদের বাবা বিল্লাল হোসেন। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত দেড়টার দিকে ফরিদপুরে মারা যায় বিল্লাল। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


ভাটই পুলিশ ক্যাম্পের ইনচার্জ সৈয়দ বেলায়েত হোসেন বলেন, প্রতিবেশীদের সঙ্গে বাকবিতণ্ডার পরে সংঘর্ষ হয়। এ সময় বিল্লাল হোসেনের মৃত্যু আঘাতজনিত নাকি অন্যকিছু তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।


বিবার্তা/রায়হান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com