র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৭
র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর গোদাগাড়ীতে দুই কোটি টাকার হেরোইনসহ মো. দিল (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।


গ্রেফতাকৃত মাদক ব্যবসায়ী গোদাগাড়ী থানার চরভূবনপাড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।


৩ সেপ্টেম্বর, রবিবার উক্ত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


এসময় ২ কেজি হেরোইন জব্দ করে র‍্যাব। র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।


র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আষাঢ়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া গ্রামে মাদক ব্যবসায়ী মো. ইদিলের বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ আছে। বিষয়টি জানা মাত্রই তার বসত বাড়িতে পৌঁছে বাড়ির চতুরদিক ঘেরাও করে র‍্যাব। এসময় দুইজন ব্যক্তি বাড়ির ভিতর থেকে গেট খুলে পালানোর চেষ্টা করে। পরে একজনকে হাতেনাতে আটক করা হয়। অপর একজন ব্যক্তি গোয়াল ঘরের পিছন দিয়ে কৌশলে পালিয়ে যায়।


গ্রেফতারকৃত আসামীর বসতবাড়ি তল্লাশি করে তার শয়নকক্ষের ভিতরে থেকে দুই কেজি হেরোইন জব্দ করে। উদ্ধার হেরোইনের সিজার মূল্য দুই কোটি টাকা।


গ্রেফতার আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/মোস্তাফিজুর/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com