নড়াইলে পৌর কাউন্সিলরের বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ২২:০৩
নড়াইলে পৌর কাউন্সিলরের বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইল পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর এহসান হাবিব তুফানের বাড়ি থেকে গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ আগস্ট) দিবাগত রাতে পৌরসভার দক্ষিণ নড়াইলের নিজ বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কউন্সিলর পালিয়ে যায়।


নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা ও ডিবির পুলিশ যৌথভাবে শহরের দক্ষিণ নড়াইল গ্রামের ৭নং ওয়ার্ড কাউন্সিলর এহসান হাবিব তুফানের বাড়িতে অভিযান চালায়।


এসময় তুফান কাউন্সিলরের বসত ঘর থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড ৭.৬৫ এম এম গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি চাকু ও একটি এয়ারগান উদ্ধার করে।


তিনি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে তুফান কাউন্সিলর বাড়ির দ্বিতীয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।


নড়াইল পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বলেন, এ ঘটনায় নড়াইল সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অবৈধ অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধারে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


বিবার্তা/শরিফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com