
হবিগঞ্জের মাধবপুর থেকে ২৬৪ বোতল ফেনসিডিলসহ রাজু মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৩১ আগস্ট) দিবাগত মধ্যরাতে র্যাব-৯, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরষপুর রেল স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক যুবক মাধবপুর উপজেলার শিবরামপুর এলাকার মো. চাঁন বাদশা মিয়ার ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া কোম্পানীর একটি আভিযানিক দল ৩১ আগস্ট রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন হরষপুর রেল স্টেশন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ২৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পরে একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-৯ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পর আসামিসহ জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।
বিবার্তা/আকন্ঞ্জি/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]