
সুনামগঞ্জের মধ্যনগরে নিষিদ্ধ আমদানি ভারতীয় চিনিসহ তিন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
৩১ আগস্ট, বৃহস্পতিবার আনুমানিক ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা এলাকার ছড়ার মুখ সংলগ্ন বাঁধের পাশ থেকে ভারতীয় চিনি (৫০ বস্তা) বোঝাই একটি স্টীলবডি নৌকাসহ রনি মিয়া (৩৫) ও মো. এরশাদ মিয়া (৪০) এবং অপরদিকে আরেক চোরাকারবারি আবুল হাসেমকে (৪০) বসত বাড়ি বাঙ্গাল ভিটা এলাকার কীর্তনছড়া থেকে (৩০ বস্তা) চিনিসহ আটক করা হয়।
আটককৃত চোরাকারবারিরা হল ধর্মপাশা উপজেলার হাওর রাজাপুর গ্রামের তাজ্জত আলীর ছেলে রনি মিয়া, রায়পুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. এরশাদ মিয়া ও মধ্যনগর উপজেলার বাঙ্গালভিটা গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল হাশেম।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মো. এমরান হোসেন জানান, বেশ কিছুদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনিসহ বিভিন্ন পন্য সামগ্রী পাচার করে আসছে চোরাকারবারিরা। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে চোরাচালান মামলা রজু করা হয়েছে।
তিনি আরো জানান, জব্দকৃত চিনির আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা।
বিবার্তা/শহীদুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]