লামায় ৩৮ পুকুরে মাছের পোনা অবমুক্ত
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১২:৫৮
লামায় ৩৮ পুকুরে মাছের পোনা অবমুক্ত
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জলাশয়ে মাছের চাষ বাড়াতে বান্দরবানের লামা উপজেলার ৩৮টি পুকুরে ২২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।


বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে বিভিন্ন প্রাতিষ্ঠানিক, সরকারি ও স্বায়িত্বশাসিত পুকুরে এসব মাছের পোনা অবমুক্ত উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।


এ সময় নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, উপ-সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল গফুরসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ মৎস্য সম্পদে স্বয়ংসম্পূর্ণ। সরকার জেলেদের চালসহ বিভিন্ন সহয়তা করে আসছেন। এ ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের চাষ বাড়াতে এ কার্যক্রম চলছে।


বিবার্তা নুরুল করিম/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com