সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ৩
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০১:৫৫
সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ৩
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।


বুধবার (৩০ আগস্ট) প্রথমে নগরীর আম্বরখানা পেট্রোল পাম্পের সামন থেকে তিনজনকে ৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে নগরীর পূর্ব পীর মহল্লার একটি বাসায় অভিযান চালিয়ে আরও ৯ হাজার ৬শ’ ইয়াবা উদ্ধার করে পুলিশ।


এসময় তাদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও ২টি চেক এবং ৩টি মোবাইল উদ্ধার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান তিনি।


গ্রেপ্তারকৃতরা হলো- সিলেটের বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের মৃত জবেদ আলীর পুত্র আজির উদ্দিন (৩০), জকিগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের মোজাম্মিল আলীর পুত্র মাহবুবুর রহমান (৪৫) ও সুনামগঞ্জ সদর থানার জাহাঙ্গীরনগর গ্রামের শফিকুল ইসলামের পুত্র রাসেল আহমদ (৩২)।


সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের মৃত জবেদ আলীর ছেলে আজির উদ্দিন (৩০) ও সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাসেল আহমদ (৩২)।


পুলিশ সূত্রে জানা গেছে- কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ প্রথমে সিলেট নগরীর আম্বরখানা পেট্রোল পাম্প এলাকায় ওই তিনজনকে পাঁচ হাজার ইয়াবাসহ আটক করে। পরে তাদের দেওয়া তথ্যে নগরীর পূর্ব পীর মহল্লার একটি বাসায় অভিযান চালিয়ে আরও নয় হাজার ছয়শ ইয়াবা উদ্ধার করা হয়।


অভিযানে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) উপ-কমিশনার আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সাদেক কায়সার দস্তগীর, এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরও উপস্থিত ছিলেন, বন্দর বাজার পুলিশ ফাঁড়ির টুআইসি এসআই নিশু লাল দে, লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই রাশেদ ফজল, টুআইসি এসআই অন্জন কুমার দেবনাথ, অজয় শংকর চৌধুরী, এসআই জামিল, এসআই আব্দুল আলীম, শাহজালাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জামাল উদ্দিন, আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুর রহমান।


এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/ফয়সাল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com