ব্রাহ্মণবা‌ড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ১৬:৪৭
ব্রাহ্মণবা‌ড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদা‌রিত্বমূলক প্রকল্প’ এর আওতায় সদর উপ‌জেলার কু‌মিল্লা-সিলেট মহাসড়কে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের উদ্যো‌গে শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


২৯ আগস্ট, মঙ্গলবার পরিচালিত মোবাইল কোর্টে অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্ন ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৫টি পরিবহনকে ৫টি মামলায় মোট ১১,৫০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ৯‌টি হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়। একইসা‌থে প্রায় ৪০টি বাস/ট্রাক/অ‌টো‌তে শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত স্টিকার সে‌টে দেয়া হয়।


জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন জনাব নাহিদা আক্তার। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জোবায়ের হোসেন ও অন্যান্য কর্মচারী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।


পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জোবায়ের হোসেন জানান, এরূপ কার্যক্রম পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবা‌ড়িয়া জেলা কার্যালয় কর্তৃক অব্যাহত থাকবে।


বিবার্তা/নিয়ামুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com