হেমায়েতপুরে মেট্রোরেলের ডিপো পরিদর্শনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ১৫:৩৫
হেমায়েতপুরে মেট্রোরেলের ডিপো পরিদর্শনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ায় বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ করায় মহাসড়কটিতে যানজট সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।


২২ আগস্ট, মঙ্গলবার দুপুরে সাভারের হেমায়েতপুরে মেট্রোরেলের ডিপো পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।


সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী এসময় আরও বলেন, বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে বিভিন্ন স্থানে ভেঙে যাওয়ায় খানা খন্দের কারণে বৃষ্টিতে মহাসড়কে পানি জমে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে সেই সাথে যানজট দেখা দিচ্ছে সব মিলিয়ে মহাসড়কে চলাচলরত মানুষ জনের দুর্ভোগ হচ্ছে এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি।


খুব শীঘ্রই মহাসড়কটিতে কাজ করা হবে যাতে কোন দুর্ভোগ না থাকে জানিয়ে তিনি আরও বলেন, আগামী ১৬ সেপ্টেম্বর সাভারে মেট্রোরেলের কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে এক’শ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।


বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে কাজ শুরু হবে মেট্রোরেল হলে এই মহাসড়কে যানজটসহ দুর্ভোগ কমে আসবে বলেও বলেন তিনি। এর আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) পরিদর্শন করেন। এসময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com