শিরোনাম
মালয়েশিয়ায় আত্মহত্যা, দেশে পৌঁছেছে যুবকের মরদেহ
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ১৮:১৭
মালয়েশিয়ায় আত্মহত্যা, দেশে পৌঁছেছে যুবকের মরদেহ
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশে পৌঁছেছে মালয়েশিয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করা রুবেল শেখ (৩২) নামের এক যুবকের মরদেহ।


১৩ আগষ্ট, রবিবার ভোরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পারকুল গ্রামের নিজ বাড়িতে তার মরদেহ পৌঁছেছে।


রুবেল ওই গ্রামের শাহাদাত শেখের ছেলে। সম্প্রতি তিনি মোবাইল বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে দেখার আগেই রুবেলের মৃত্যু হলো।


রুবেল শেখের ভগ্নিপতি ব্যবসায়ী মনোয়ার হোসেন বলেন, তার শ্যালক রুবেল ৬ বছর ধরে মালয়েশিয়ায় চাকরি করে। সম্প্রতি বিয়ে করেছে মোবাইল ফোনে। গত ২৭ জুলাই মালয়েশিয়া থেকে রুবেলের স্ত্রী তৃপ্তির কাছে মোবাইলে সহকর্মী জসিম জানান- ২৬ জুলাই রাত ১১.৫৭ মিনিটে রুবেল গলায় ফাঁস নিয়ে মারা গেছে। এসময় তৃপ্তির মোবাইল ফোনে রুবেলের ঝুলন্ত মরদেহের ছবি তুলে পাঠান জসিম।


তিনি আরো বলেন, ভোরে মরদেহ গ্রামের বাড়ি পৌঁছেছে। তার লাশ দাফনের প্রস্তুতি চলছে।


বিবার্তা/মিঠুন/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com