ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নানা পদক্ষেপ নেয়া হয়েছে
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ১৫:১৪
ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নানা পদক্ষেপ নেয়া হয়েছে
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সারা দেশে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নানা পদক্ষেপ হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড.মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার।


৬ আগস্ট, রবিবার সকালে সাভারে থানা রোডে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।


স্বাস্থ্য সচিব এসময় আরও বলেন, সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দেশের মানুষ যদি ডেঙ্গু প্রতিরোধে সচেতন না হয় আরও বেশি ভয়াবহ হবে। ডেঙ্গু পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ থেকে দেশের মানুষকে সচেতনতাসহ নানা পরামর্শ দিয়ে যাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, যথা সময়ে সাভার গণপূর্ত বিভাগ বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট নির্মাণ করায় তিনি সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।


এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খুরশীদ আলম, সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com