টাঙ্গাইলে শিশু ধর্ষণ: আসামির ডিএনএ পরীক্ষার অনুমতি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ১৯:৩৩
টাঙ্গাইলে শিশু ধর্ষণ: আসামির ডিএনএ পরীক্ষার অনুমতি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে চার বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি শাহজাহান মিয়ার (৫৮) ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত।


৩১ জুলাই, সোমবার সকালে সদর উপজেলা আমলি আদালতের বিচারক ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.মাহমুদুল মোহসীন এ অনুমতি দিয়েছেন।


তথ্যটি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী জিনিয়া বখ্শ।


ধর্ষক শাহজাহান মিয়া ঘাটাইল উপজেলার শালিয়াবহ গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। তিনি টাঙ্গাইল শহরতলীতে একটি ভাড়া বাসায় থাকতেন। গত ১৮ জুন তার পাশের বাসার চার বছরের এক শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এর ফলে মেয়েটি অসুস্থ হয়ে পরলে ঘটনা জানাজানি হয়।


২০ জুন, মেয়েটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়। ডিএনএ পরীক্ষার জন্য ওই শিশুর সোয়াব সংগ্রহ করা হয়। ২১ জুন ওই শিশুর বাবা বাদী হয়ে শাহজাহান মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন।


মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মিয়া জানান, গত শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-১৪ এর একটি দল শাহজাহান মিয়াকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।


পুলিশ রবিবার শাহাজাহান মিয়াকে আদালতে হাজির করে। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। অপরদিকে ওই দিনই শাহজাহান মিয়ার ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য অনুমতি চেয়ে আদালতে আরো একটি আবেদন করা হয়।


বিবার্তা/ইমরুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com