ফতুল্লায় গ্যারেজে বেটারি বিস্ফোরণে আহত ১১
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ১২:০৭
ফতুল্লায় গ্যারেজে বেটারি বিস্ফোরণে আহত ১১
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের ফতুল্লায় অটোরিকশার গ্যারেজে বেটারি বিস্ফোরণ ঘটেছে। এতে ভবনের একতলা উড়ে গেছে। আহত হয়েছেন অন্তত ১১ জন।


শনিবার (২৯ জুলাই) সকালে কাশীপুর বাঁশমুলী এলাকায় বুশরান টাওয়ার নামে একটি ভবনের নিচতলায় এ বিস্ফোরণ ঘটে।


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, সাড়ে ৯টার দিকে খবর পাই। ভবনের নিচ তলায় অটোরিকশার শোরুম ছিল। এখানে প্রায় ৫০টি অটোরিকশা ছিল। যেখানে বেটারি ছিল এসিড ছিল। এ শোরুমে বিস্ফোরণ হয়েছে। ভবনের একতলা উড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিট উদ্ধার পরিচালনা করে। ১১ জন আহত হয়েছে। সবাইকে উদ্ধার করা হয়েছে।


ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ। তাই সবাইকে ভবনের কাছে যেতে নিষেধ করা হচ্ছে। আরও হতাহত আছে কি না ক্ষতিয়ে দেখছি।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com