নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ১৬:৫৮
নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালী জেলা শহর মাইজদীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বিক্রি, সংরক্ষণ ও পরিবেশনের অপরাধে মোহাম্মদীয় হোটেল নামের একটি প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।


২৭ জুলাই, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ অভিযান পরিচালনা করেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের মাইজদী কোর্ট সড়কের মোহাম্মদীয় হোটেল দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বিক্রি ও পরিবেশন করে আসছে। এ প্রতিষ্ঠানটি অনেক দিন আগের তৈরি মিষ্টি তাজা বলে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করে হয়রানি করছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে বিকেলে মোহাম্মদিয়া হোটেলে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ধারা অনুযায়ী ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।


নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদিয়া হোটেলকে অর্থদণ্ড ও অর্থদণ্ড আদায়ের পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে খাবার তৈরির মান পরিবর্তন ও মানসম্মত করার নির্দেশ দেয়া হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/ইকবাল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com