আখাউড়া স্থলবন্দরে জাতিসংঘের অর্থনৈতিক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ১৯:৪৯
আখাউড়া স্থলবন্দরে জাতিসংঘের অর্থনৈতিক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দক্ষিণ এশিয়ার পূর্বাঞ্চলীয় দেশ ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আন্তঃদেশীয় বাণিজ্য সম্প্রসারণ ও যোগাযোগ উন্নয়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে জাতিসংঘের অর্থনৈতিক বিষয়ক কমিশন প্রতিনিধি দলের (এসক্যাপ) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


২৫ জুলাই, মঙ্গলবার দুপুরে স্থলবন্দরের ভিআইপি লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ১০ সদস্যের প্রতিনিধি দলটি ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ অর্থনৈতিক এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে চতুর্দেশীয় বন্ধন আরও বেশি শক্তিশালী করতে কাজ করছেন।


এ ছাড়াও বৈঠকে আখাউড়া স্থলবন্দর, কাস্টমস এবং আখাউড়া স্থলবন্দরে প্রস্তাবিত ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপনা নির্মাণে অবকাঠামো উন্নয়নে কী ধরনের পরিকল্পনা নেওয়া যায় এবং তা বাস্তবায়নে প্রতিনিধি দলটি বৈঠকে ফলপ্রসূ আলোচনা করেন। বৈঠকে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, যাত্রী সেবার মানোন্নয়নসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন স্থানীয় ব্যবসায়ী নেতারা।


এদিকে অন্যান্যদের মধ্যে এসক্যাপের প্রধান পরিচালক (ভারতের দিল্লি মিশন হেড) মিসেস মিকিকু তানাকা, জাতিসংঘের ট্রান্সপোর্ট বিভাগের প্রধান আজহার জে ডিউক্রেষ্ট, ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিস (বিআইআইএস) গবেষণা পরিচালক মাহফুজ কবির প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/নিয়ামুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com