কালিয়াকৈরে উন্নয়নমূলক বিষয়ক অবহিতকরণ সভা
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ২০:০৬
কালিয়াকৈরে উন্নয়নমূলক বিষয়ক অবহিতকরণ সভা
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুর কালিয়াকৈরে উপজেলা পরিষদের উন্নয়নের তহবিল দ্বারা গত চার বছরের গৃহীত উন্নয়নের উন্নয়নমূলক কাজ বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।


১৩ জুলাই, বৃহস্পতিবার উপজেলার লতিফপুর এলাকায় কালিয়াকৈর উপজেলা প‌রিষ‌দে এ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অ‌ফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন সহ উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।


এ সময় কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার বলেন, আমরা যে সকল উন্নয়ন করেছি ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত তা একটি যুগান্তকারী উন্নয়ন। আমরা এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। আমাদের কাজের মধ্যে রয়েছে স্বাস্থ্য খাত: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে। ডিজিটাল এক্স–রে মেশিন ও আলট্রাসনোগ্রাম মেশিন সরবরাহ করা হয়েছে।


এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ডে ৫০টি বৈদ্যুতিক পাখা সরবরাহ করা হয়েছে। বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে/স্বল্পব্যয়ে রোগী পরিবহনের জন্য উপজেলা পরিষদে অ্যাম্বুলেন্স ক্রয় করা হয়েছে। ফুলবাড়ীয়া ও মৌচাক ইউনিয়নের কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের পুনঃ সংস্কার ও রোগীদের বসার জন্য অপেক্ষাগার নির্মাণ করা হয়েছে।


শিক্ষা খাত: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারেকটিভ স্মার্ট বোর্ড সরবরাহ করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাই এন্ড লো বেঞ্চ সরবরাহ করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইসোলেটেড টয়লেট নির্মাণ করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাউন্ডারী ওয়াল নির্মাণ করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী (ফুটবল, বলিবল ও ক্রিকেট সামগ্রী) বিতরণ করা হয়েছে। উপজেলার দাপ্তরিক কাজে আগত শিক্ষক/শিক্ষিকাদের অপেক্ষাগার নির্মাণ করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক ছাউনি নির্মাণ করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমের ছাদে মডেল ছাদবাগান তৈরি করা হয়েছে। বিভিন্ন ইউনিয়নে কৃষি সেচ ড্রেন নির্মাণ করা হয়েছে।


পল্লী উন্নয়ন ও আর্থ সামাজিক খাত দুস্থ মহিলাদের মাঝে ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধীদের মাঝে ২৫টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। যোগাযোগ ও ভৌত অবকাঠামো উপজেলার বিভিন্ন রাস্তার সাথে প্রান্তিক যোগাযোগ স্থাপনকরার জন্য ছোট বড় ৩৬০টি রাস্তার উন্নয়ন কাজ করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দূরীকরণের জন্য আরসিসিড্রেন নির্মাণ করা হয়েছে। আইসিটি খাতে ঘরে বসে সেবা/তথ্য পেতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের কে ওয়েবপোর্টালের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদের অভ্যন্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল মুক্তিযুদ্ধ বিষয়ক টেরাকোটা স্থাপন করা হয়েছে। উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে তাদের নামে ১৪০টি রাস্তায় নাম ফলক তৈরি করা হয়েছে।


বিবার্তা/তু‌হিন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com