দুর্গাপুরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা সম্পন্ন
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ১৮:৪৯
দুর্গাপুরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা সম্পন্ন
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোণার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ১২ জুলাই, বুধবার সন্ধ্যায় শিশুদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।


অনুষ্ঠানমালার মধ্যে ছিল বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো বিষয়ক সাধারণ জ্ঞান, কুইজ, ক্রীড়া, চিত্রাঙ্কন, সাঁতার, সংগীত, নৃত্য, হামদ-নাত, কেরাত, উপস্থিত বক্তৃতা, উপস্থিত অভিনয়, কুটির শিল্প, মাটির কাজ ও বিজ্ঞান যন্ত্র উদ্ভাবন প্রতিযোগিতা। ২০২২ সালে করোনা ভাইরাস জনিত কারণে অনুষ্ঠান না হওয়ায় এ বছর ২০২২ ও ২০২৩ সালের অনুষ্ঠান একযোগে পৃথক পৃথকভাবে দুইদিন ব্যাপী উদযাপন করা হয়।


উপজেলা পরিষদ মিলনায়তনে অ্যাকাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাজীব-উল-আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনসারী, উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, শীতেষ চন্দ্র পাল প্রমুখ।


অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।


বিবার্তা/রফিক/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com