ডেঙ্গুতে ২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত অর্ধশতাধিক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১৬:৫০
ডেঙ্গুতে ২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত অর্ধশতাধিক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই সদস্য মারা গেছেন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন অর্ধশত পুলিশ সদস্য।


মৃত দুই পুলিশ সদস্য হলেন- হাজারীবাগ থানার কনস্টেবল রাসেল শিকদার ও গেন্ডারিয়া থানার কনস্টেবল আয়েশা আক্তার।


বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।


তিনি বলেন, এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পুলিশের দুই সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়া অর্ধশতাধিক আক্রান্তদের রাজারবাগ পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


ইতোমধ্যে ডেঙ্গু পরিরোধে পুলিশ সদস্যদের বিশেষ কিছু নির্দেশনা পালন করতে বলা হয়েছে বলেও জানান তিনি।


৮ জুলাই সকাল ৮টা থেকে ৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন মোট ৬ জন। ডেঙ্গুতে এ বছর এখন পর্যন্ত এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ৭৩ জন।


একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৬ জন ডেঙ্গুরোগী। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোট ১২ হাজার ৯৫৪ জন। তাদের মধ্যে ঢাকায় ৯ হাজার ৯০ জন। আর ঢাকার বাইরে ৩ হাজার ৮৬৪ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ১৩১ জন।


গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮১ জন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com