কুষ্টিয়ায় কাঁচা মরিচের ঝাজ কমতে শুরু করেছে
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১৪:৪৯
কুষ্টিয়ায় কাঁচা মরিচের ঝাজ কমতে শুরু করেছে
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় কাঁচা মরিচের ঝাজ কমতে শুরু করেছে। ২জুলাই, রবিবার যেখানে ভোক্তা পর্যায়ে কাঁচা মরিচ ৬০০টাকা থেকে ৮০০টাকা দরে বিক্রয় হয়েছে। সেখানে আজ ৩ জুলাই, সোমবার বিক্রয় হচ্ছে ৩৬০ টাকা থেকে ৪০০টাকা দরে। আদা, রসুন ও পেঁয়াজের দামও কমেছে।


তবে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় খুচরা ও পাইকার ব্যবসায়ীরা নিজ ইচ্ছামত দাম বাড়িয়ে সাধারণ ভোক্তাদের অস্বস্থির মধ্যে ফেলছে এমন দাবী ভোক্তাদের।


অপরদিকে, প্রান্তিক কৃষকরা তাদের উৎপাদিত মরিচসহ সবজি পাইকার ব্যবসায়ীদের কাছে যে দরে বিক্রয় করছে তার দ্বিগুণ বা কোন ক্ষেত্রে আরো বেশী দরে তারা খুচরা বা ভোক্তাদের কাছে বিক্রয় করছে। ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব রয়েই যাচ্ছে।


জেলা শহরসহ ৬টি উপজেলার বাজারগুলিতে কাঁচা মরিচ ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে কোথাও কোথাও আরো বেশী দরে বিক্রয় হয়েছে। কাঁচা মরিচের বাজার এমন হওয়ায় সাধারণ ক্রেতারা পড়েন চরম অস্বস্থি ও ভোগান্তিতে।


বিবার্তা/শরীফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com