ব্রাহ্মণবাড়িয়ায় ১০ আশ্রয়ণ প্রকল্পে ২ হাজার কেজি মাংস বিতরণ
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ২১:৩৯
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ আশ্রয়ণ প্রকল্পে ২ হাজার কেজি মাংস বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়া নাছিরনগরে পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে ১০টি আশ্রয়ণ প্রকল্পের ৬৫০ জন উপকার ভোগিদের মাঝে মাংস ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে নাছিরনগর উপজেলার উত্তর লক্ষীপুর আশ্রয়ণ প্রকল্পে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাছিরনগর) আসনের সংসদ সদস্য বি. এম ফরহাদ হোসেন সংগ্রাম।


এতে উপজেলা নিবার্হী কর্মকতা মো. ফখরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রহুল আমিন, নাছিরনগর উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) মোনাববর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক লতিফ হোসেন প্রমুখ।


এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আর্থিক সহযোগীতায় আশ্রয়ণ প্রকল্পের ৬৫০ উপকারভোগীদের মাঝে ৫৬৯ জন মুসলিমদের ৩ কেজি করে গরুর মাংস এবং ৮১ জন হিন্দুদের মাঝে দেড়কেজি করে মুরগির মাংসসহ এক কেজি পোলাও চাল, এক কেজি সোয়াবিন তৈল ও এক কেজি ডাল বিতরণ করা হয়।


বিবার্তা/নিয়ামুল/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com