গাইবান্ধায় বধ্যভূমিতে আইটি সেন্টার বন্ধের দাবিতে মতবিনিময়
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ২২:৩৫
গাইবান্ধায় বধ্যভূমিতে আইটি সেন্টার বন্ধের দাবিতে মতবিনিময়
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম সংলগ্ন চিহ্নিত বধ্যভূমিতে শেখ কামাল আইটি সেন্টার করতে দেয়া হবে না। ৭১’র চিহ্নিত বধ্যভূমিতে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের নামে আইটি সেন্টার নির্মাণ করলে একজন মুক্তিযোদ্ধাকেই কলঙ্কিত করা হবে।


২৬ জুন, সোমবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। গাইবান্ধা ৭১’র বধ্যভূমি সংরক্ষণ কমিটি এই মতবিনিময় সভার আয়োজন করে।


মতবিনিময় সভায় বক্তব্য দেন অধ্যাপক মাজহার-উল মান্নান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌরসভার সাবেক মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সহ-সভাপতি রণজিৎ বকশি সূর্য, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খয়বর হোসেন মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, সমাজসেবক রাজনীতিক ওয়াজিউর রহমান রাফেল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক মিহির ঘোষ, জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ রঞ্জু, সাম্যবাদী আন্দোলনের জেলা আহ্বায়ক মনজুর আলম মিঠু, নারী মুক্তি কেন্দ্রের জেলা সভাপতি নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদের গোলাম রব্বানী, কবি ও সাংস্কৃতিক কর্মী দেবাশীষ দাশ দেবু, মোহাম্মদ আমিন, আব্দুর রউফ মিয়া, ৭১’র শহীদ পরিবারের সন্তান রামকৃষ্ণ সরকার প্রমুখ।


মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক জি এম চৌধুরী মিঠু।


সভায় মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ন রাখতে গাইবান্ধায় স্বীকৃত চিহ্নিত বধ্যভূমিতে স্মৃতি সৌধ নির্মাণের দাবি জানানো হয়। এবং এই বধ্যভূমিটি নিয়ে যে কোনো ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করা হবে বলে বলা হয়।


বিবার্তা/খালেক/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com