হিলিতে কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১৫:৪১
হিলিতে কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে চলতি মৌসুমে রোপা আমন (হাইব্রিড জাত) ধানের দুই কেজি বীজ উপজেলার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।


২৬ জুন, সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের হলরুমে এই বীজ বিতরণ করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনুর রেজা শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, পল্লী উন্নয়ন অফিসার গোলাম রববানী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেজবাহুর রহমান প্রমুখ।


উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, ইতিমধ্যে এই কর্মসূচির আওতায় উপজেলার ৫২০ জন কৃষককে প্রণোদনার সার ও বীজ এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ এর বীজ ও সার দেওয়া হয়েছে। আজ রোপা আমন হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে। এটি একটি উচ্চ ফলনশীল ধান বীজ। তাই কৃষি অফিসের পরামর্শ মেনে অধিক ধান উৎপাদনের জন্য কৃষকদের পরামর্শ দেন। এবারের চলতি আমন মৌসুমে ১০০ জন কৃষকের মাঝে ২ কেজি ধান বীজ বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।


বিবার্তা/রব্বানী/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com