জামালপুরে যুদ্ধাপরাধী বেলায়েত গ্রেফতার: পুলিশ সুপারের সংবাদ সম্মেলন
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১৭:১৩
জামালপুরে যুদ্ধাপরাধী বেলায়েত গ্রেফতার: পুলিশ সুপারের সংবাদ সম্মেলন
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দীর্ঘ ৮ বছর আত্মগোপনে থাকার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. বেলায়েত হোসেন (৮০) কে গ্রেফতার করেছে জামালপুর সদর থানা পুলিশ।


২২ জুন, বৃহস্পতিবার সকালে জামালপুরের ঘোড়াধাপ ইউনিয়নের চাঁনপুর হরিনাকান্দা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামি মো. বেলায়েত হোসেন সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের চাঁনপুর হরিনাকান্দা মৃত আমির উদ্দীনের ছেলে।


বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ এই তথ্য জানান। তিনি আরও জানান, ২০১৫ সালের ১ এপ্রিলে ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার বীর মুক্তিযোদ্ধা গোলাপ আলী বাদি হয়ে মুক্তাগাছা থানায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে ২০১৫ সালের ৯ ডিসেম্বর আসামিদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এর মধ্যে ৫ জন আগেই গ্রেফতার হয়েছেন ও ইতিমধ্যে ২ জন মারা গেছেন। বাকি ২ জন পলাতক ছিল। পলাতক দুইজনের বাড়িই জামালপুর। এর মধ্যে অন্যতম আসামি বেলায়েত হোসেন। পুলিশ সুপার আরও জানান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. বেলায়েত হোসেনকে জামালপুর সদর থানাধীন ঘোড়াধাপ ইউনিয়নস্থ হরিনাকান্দা এলাকা থেকে গ্রেফতার করা হয়। রাষ্ট্রবিরোধী চক্রান্তে যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, শিলা রানী, ডিএসবি ওসি এম.এম মাইনুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


বিবার্তা/ওসমান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com