মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১৮:৩৪
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী।


১৭ জুন, শনিবার বেলা ১১ টায় বিদ্যালয়ের সামনের সড়কে এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিকার চেয়ে এলাকাবাসী এ মানববন্ধন করে।


মানববন্ধনকারীরা অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় ক্ষমতার অপব্যবহার করেন। দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতা, অনিয়ম, নিয়োগ দুর্নীতি, ছাত্র-ছাত্রী, অভিভাবক এমনকি স্থানীয় জনসাধাণের সাথে অসৌজন্যমূলক আচরণ করে বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করে চলেছেন। মানববন্ধনকারীরা, অনতিবিলম্বে প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন।


চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন এ সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বনোয়াট, কিছু স্বার্থান্বেষী মহল অনৈতিক সুবিধা না পেয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।


বিবার্তা/রাজু/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com