ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১০ জুন ২০২৩, ১৬:৪৮
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় জমি হাল চাষের পাওনা টাকা নিয়ে প্রতিপক্ষের বল্লমের আঘাতে নিহত প্রবাসী খাইরুল ইসলাম খোকনের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।


১০ জুন, শনিবার দুপুরে আখাউড়া-আগরতলা সড়কের সদর উপজেলার বাসুদেব বাসস্ট্যান্ড মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাসুদেব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড কোড়াবাড়ি গ্রামের মেম্বার আলমগীর হোসেন, বাসুদেব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ মোল্লা, আখাউড়া যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল গফুর বাদল, মামলার বাদি নিহতের ভাই আকরাম হোসেন প্রমুখ।


এসময় বক্তারা বলেন, পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় মলাই মিয়া, খসরু, মামুনসহ তাদের সন্ত্রাসীবাহিনী পরিকল্পিতভাবে খোকনকে নৃশংসভাবে হত্যা করেছে। ঘটনায় জড়িতরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত। বক্তারা, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে নারী-পুরুষসহ নানা শ্রেণিপেশার ৩ শতাধিক মানুষ অংশগ্রহণ করে।


উল্লেখ্য, ধান ক্ষেতে হাল চাষের ৫শ টাকা পাওনা নিয়ে কোড্ডা গ্রামের মলাই মিয়া ও শাহআলমের মধ্যে বিরোধ চলছিল। শনিবার (৪ জুন) রাতে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য উভয় পক্ষ সালিশ বসে। সালিশ চলাকালে মলাই মিয়ার পক্ষের লোকজনের বল্লমের আঘাতে শাহআলমের পক্ষের খাইরুল ইসলাম খোকন নিহত হয়। এ ঘটনায় নিহতের ভাই আকরাম হোসেন বাদি হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে মামলা করে। পুলিশ এখন পর্যন্ত ৯ জনকে আটক করেছে। আটককৃতরা হলো মলাই মিয়া, খসরু মিয়া, মামুন, ইয়াছিন, ফাতেমা, জামাল, মাইনুদ্দিন, বাহার ও একরাম।


ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, প্রবাসী খাইরুল ইসলাম হত্যার ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। অন্যান্য আসামীদেরও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে ।


বিবার্তা/নিয়ামুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com