
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হেঁটে খেলার মাঠ পাড় হওয়ার সময় শ্রাবণ (১৭) নামের এক তরুণ বজ্রপাতে মারা গেছেন।
৪ জুন, রবিবার বেলা ৩টার দিকে উপজেলার বিদ্যাকুট হাই স্কুল মাঠে এই ঘটনা ঘটে।
নিহত শ্রাবণ বিদ্যাকুট বাজার এলাকার কালাগাজী বাড়ির সোহরাব মিয়ার ছেলে।
নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) আক্কাস আলী জানান, দুপুরের পর গুড়ি গুড়ি বৃষ্টির সময় শ্রাবণ সেলুন থেকে চুল কেটে স্কুলের খেলার মাঠের উপর দিয়ে বাড়িতে যাচ্ছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে শ্রাবণ মারা যায়।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক বলেন, বজ্রপাতে এক তরুণের নিহতের খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সাথে যোগাযোগ করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক অবস্থায় তার পরিবারকে ২০ হাজার টাকা দেয়া হবে। যদি পরিবারটি অসচ্ছল হয়, আমরা তাদের পাশে দাঁড়াবো।
বিবার্তা/নিয়ামুল/সউদ/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]