
কুষ্টিয়ায় হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি মো. আরিফ (৩৭) র্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ২.১৫টায় জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রামে অভিযান চালিয়ে তাক গ্রেফতার করা হয়। সে কুষ্টিয়া সদর উপজেলার বোয়ালদহ কান্তিনগর গ্রামের মৃত নান্নুর ছেলে।
র্যাব জানায়, গত ১৯ মে কুষ্টিয়া সদর উপজেলার কান্তিনগর বোয়ালদহ গ্রামে চায়ের দোকানে কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে টাকা পয়সা লেনদেন ও পূর্ব শত্রুতার জের ধরে মিরাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। হত্যাকাণ্ডের ঘটনায় পরদিন ২০মে নিহতের শ্যালক বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার সূত্র ধরে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান ও মো. তৌহিদুল মবিন খান এর নেতৃত্বে র্যাবের আভিযানিক দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন প্রাগপুর গ্রামে অভিযান চালায়। এসময় মিরাজুল ইসলাম হত্যা মামলার এজাহার নামীয় ৪ নং পলাতক আসামি মো. আরিফকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]