
রাজধানীর গেন্ডারিয়ায় ঘুন্টিঘরের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫এপ্রিল) দিনগত রাত পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগ নিয়ে আসলে চিকিৎসক শুক্রবার ভোর ৫টার দিকে ওই বৃদ্ধা নারীকে মৃত ঘোষণা করেন।
মৃতাকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ শাহিন মিয়া তিনি জানান, আমরা একটি প্রজেক্টে কাজ করি, শেষ রাতের দিকে একটি শব্দ পাই পরে গেন্ডারিয়া ঘুন্টিঘর পদ্মা রেলিংব্রিজ প্রজেক্টের সামনে গিয়ে দেখি এক বৃদ্ধা নারী রক্তাক্ত অবস্থায় রাস্তার পড়ে আছেন, পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত্যু বলে জানান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ মিয়া জানান, মৃত নারীর পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]