
রাজশাহীর বাঘায় রান্না ঘরের আগুন ছড়িয়ে ৪টি সেমিপাকা ঘর, ১টি রান্না ঘর ও নগদ ১ লাখ টাকাসহ আসবাবপত্র পুড়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলশিপুর গ্রামের হারুনুর রশিদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা কার্যালয়ের সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের দল গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রণ করলেও তার আগেই ১টি রান্না ঘর, সেমিপাকা ৪টি ঘরের আসবাবপত্র, ফ্রিজ, টিভি ও নগদ ১ টাকাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, রান্নাঘরের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তার ভাষ্য, ১০ লাখ না হলেও ৮লাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার জন্য বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]