শিরোনাম
খাগড়াছড়িতে ভারতীয় গরুসহ ৩ পাচারকারী আটক
প্রকাশ : ০৩ জুন ২০২৩, ১৮:২৮
খাগড়াছড়িতে ভারতীয় গরুসহ ৩ পাচারকারী আটক
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়ি সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় জাতের ৬টি গরুসহ তিনজন পাচারকারীকে আটক করেছে । ভাইবোনছড়া ইউনিয়ন থেকে খাগড়াছড়ির পথে গরু নিয়ে আসার সময় তাদের আটক করা হয়।


২ জুন, শুক্রবার রাত সাড়ে ১১টায় গরুসহ তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন- মো. রিপন (৪০), মো. ইয়াছিন (১৮), মো. নাছির (২৩) ও মো. রুবেল। এর মধ্যে ৩ জনকে আটক করেছে পুলিশ। তারা সকলেই খাগড়াছড়ি জেলা সদরের বাসিন্দা বলে জানা যায়।


খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে লোগাং সীমান্ত দিয়ে আনার পথে ৬টি ভারতীয় জাতের বলদ গরু জব্দসহ ৩ পাচারকারীকে আটক করা হয়েছে বলে তিনি জানান।


এ সময় তিনি আরো জানান, বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধ মামলা করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হবে।


বিবার্তা/মামুন/সউদ/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com