বোয়ালমারীতে অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
প্রকাশ : ৩১ মে ২০২৩, ১৮:১৫
বোয়ালমারীতে অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুরের বোয়ালমারীতে পাইপগান, ইয়াবা, রামদাসহ একাধিক মামলার আসামীকে পুলিশ গ্রেফতার করেছে।


মঙ্গলবার (৩০ মে) রাতে রুপাপাত ইউনিয়নের রুপাপাত গ্রামে অভিযান চালিয়ে মো. মনোয়ার শিকদারকে (৩৫) নামের ওই আসামিকে গ্রেফতার করে পুলিশ। আটককৃত আসামী একই গ্রামের সোহরাব শিকদারের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রুপাপাত দক্ষিণপাড়া উকিল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে মো. মনোয়ার শিকদারকে আটক করে ডহরনগর ফাঁড়ির পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি লোহার তৈরি দেশীয় পাইপগান, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১টি রামদাসহ ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন বোয়ালমারী উপজেলার ডহরনগর ফাঁড়ির উপপরিদর্শক মো. কবির আহমেদ। পুলিশ বাদী হয়ে মনোয়ার শিকদারের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’টি মামলা দায়ের করেছেন।


পুলিশের উপপরিদর্শক কবির আহমেদ বলেন, মনোয়ার শিকদারের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৮ টা মামলা রয়েছে। পুলিশ সুপারের নির্দেশে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাবের সহযোগিতায় এ আসামীকে গ্রেফতার করা হয়। বুধবার (৩১ মে) দুপুরে আসামীকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/মিলু/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com