শিরোনাম
টাঙ্গাইলে ফুটবল খেলতে নেমে স্কুলছাত্রীর মৃত্যু
প্রকাশ : ৩১ মে ২০২৩, ১৭:২৫
টাঙ্গাইলে ফুটবল খেলতে নেমে স্কুলছাত্রীর মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে খেলতে নেমে হিটস্ট্রোকে রিয়া আক্তার (১০) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার(২৯ মে) দুপুরে কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের দ্বীমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।


মঙ্গলবার(৩০ মে) একই খেলায় সদর উপজেলার এক ছাত্রী মাঠে বমি করে অসুস্থ হয়ে পড়েছে।


রিয়া আক্তার কালিহাতীর ছুনুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প ম শ্রেনীর ছাত্রী এবং একই গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।


ছুনুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, তাদের বিদ্যালয়ের সাথে দ্বীমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলা ছিল। রিয়া মাঠে খেলতে নেমে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোঘণা করে।


প্রধান শিক্ষক আরও জানান, মরদেহ সোমবারই দাফন করা হয়েছে। তারা রিয়ার বাড়িতে গিয়ে সমবেদনা প্রকাশ করেছেন।


টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, প্রচন্ড গরমে খেলতে গিয়ে মেয়েটি হিটস্ট্রোকে মারা গেছে। মঙ্গলবারের খেলায় সদর উপজেলার একটি মেয়ে মাঠে বমি করে অসুস্থ হয়ে পড়েছে। বঙ্গমাতা টুর্নামেন্টটি আগামি ১২ জুনের মধ্যে শেষ করার নির্দেশনা রয়েছে। প্রচন্ড তাপদাহে ছাত্রীদের খেলতে অসুবিধার বিষয়টি তারা ঊধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।



বিবার্তা/ইমরুল/এনএস


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com