নড়াইল সদর উপজেলার বিছালি ইউনিয়নের মধুরগাতী গ্রামের ইজিভ্যান চালক দেলোয়ার গাজীর (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০মে) দুপুরে নড়াইল সদর উপজেলার বিছালি ইউনিয়নের খলিশাখালী রাস্তার পাশে আটঘরা শ্মশানের কাছে দেলোয়ারে লাশ দেখতে পেয়ে পুলিশ কে সংবাদ দেয় স্থানীয়রা।
নিহত দেলোয়ার সদর উপজেলার বিছালি ইউনিয়নের মধুরগাতী গ্রামের শুকুর গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,দেলোয়ার গাজী সোমবার বিকালে তার ইজিভ্যান নিয়ে বের হন। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে স্থানীয়রা আটঘড়া শ্মশান এর পাশে দেলোয়ার গাজী লাশ পড়ে থাকতে দেখে বিছালি ক্যাম্পের পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে।
বিছালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আসমত আলী বলেন, লাশের গলায় দাগ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যশোরের অভয়নগর উপজেলার বুনো গ্রাম থেকে ছিনতাইকৃত ভ্যানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বিবার্তা/শরিফুল/এনএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]